মোঃ খায়রুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির পানির প্রত্যাশায় প্রার্থনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
২৬ এপ্রিল রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় পৌরশহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন রাণীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী নামাজ শেষে মোনাজাত করেন। ঠাকুরগাঁও জেলায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জনজীবন। তীব্র থেকে তীব্রতর তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে ঠাকুরগাঁও জেলার মানুষকে।
তাপপ্রবাহের কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। মাঠে কাজ করা দুর্বিষহ হয়ে পড়েছে কৃষকেরা। হাসপাতালে বেড়েছে শিশু-বৃদ্ধ রোগীর সংখ্যা৷ এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির পানির আশায় নামাজ আদায় করেন মুসল্লিরা।
এই প্রচন্ডে গরমে কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাড়িয়েছে। রোদে দুই মিনিট থাকা যায় না। শরীর ঝলসে যাওয়ার মতন অবস্থা। আমাদের নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির পানির আশায় নামাজ আদায় করলেন। যদি আল্লাহ আমাদের প্রতি রহমত করেন তবে স্বস্তি ফিরবে।
আবাদ তাকিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী ত্ব-হা বলেন, সারাদেশে দাবদাহে জনজীবনে বিপর্যয় ঘটেছে। আমাদের ঠাকুরগাঁও জেলায়ও অস্বস্তি পর্যায়ে চলে গিয়েছে। আমাদের গুনাহর ফসল এসব। আমরা বৃষ্টির পানির আশায় সালাতুল ইসতিসকা নামাজ আদায় করলাম। আল্লাহ আমাদের প্রতি রহমত করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.