নীলফামারী প্রতিনিধি: ঢাকার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রেল কর্মচারীর বিরুদ্ধে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে (২৮) আটক করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশ।
আজ বুধবার সকাল ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সুরে জানা যায়, ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। তিনি ওই ট্রেনে বাড়িতে ফিরছিলেন। রেলওয়ে ওই কর্মচারী সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধায়।
সৈয়দপুর রেলওয়ের জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। আনুমানিক সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে ওই নারী যাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা রেলওয়ের ওই কর্মচারী সাইফুলকে আটক করেন।
পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল যেহেতু কমলাপুর স্টেশন, তাই সেখানেই মামলা করা হবে। ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হবে। পরে তাঁদের ঢাকার কমলাপুরে নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.