সংবাদ শিরোনাম :  
                            
                            ট্রাক ও পরিবহন মুখোমুখি সংঘর্ষ
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ১১:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
 

কাপাসিয়ায় টোক কিশোরগঞ্জ সড়কের চেওরাইট শান্তির বাড়ি নামক স্থানে পথের সাথী রাজদূত এবং টলি ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই পরিবহনের চালক সহ গুরুতর আহত হলে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় টোক কিশোরগঞ্জ সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও স্থানীয় পুলিশের সহযোগিতায় সড়কের দুই পাশে আটকেপরা পরিবহন দ্রুত সরানোর ব্যবস্থা করেন
																			
										
























