এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রতিভা বিদ্যানিকেতনের নির্বাহী পরিচালক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুকে টেংরামারী হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে তার এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখায় তিনি এলাকাবাসীর নিকট সুপরিচিত মুখ। তারই হাত ধরে প্রতিষ্ঠিত ‘প্রতিভা বিদ্যানিকেতন’ বর্তমানে মনিরামপুর পৌরশহরের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা—মিন্টু সাহেবের অভিজ্ঞতা, দূরদর্শিতা এবং নেতৃত্বে অবহেলিত টেংরামারী হাইস্কুলের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুতই দৃশ্যমান হবে।
বিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষক বলেন, “আমরা অনেকদিন ধরেই সঠিক নেতৃত্বের অভাব অনুভব করছিলাম। এখন সেই অভাব পূরণ হলো। আশা করি, বিদ্যালয়টির গুণগত পরিবর্তন খুব দ্রুতই ঘটবে।”
এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলাম। এখন একজন শিক্ষানুরাগী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমরা আশ্বস্ত হয়েছি।”
উল্লেখ্য, টেংরামারী হাইস্কুল একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলেও বিগত কিছু বছর নানা অব্যবস্থাপনার কারণে তা পিছিয়ে পড়েছিল। এখন নতুন নেতৃত্বে এই বিদ্যালয়ের পুরনো গৌরব ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.