টানা ৪০ দিন তাপদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

- আপডেট সময় : ০৯:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-টানা ৪০ দিন তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। বৃষ্টির দেখা পাওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি।সোমবার দুপুর সাড়ে ৩টা থেকে চুয়াডাঙ্গায় ৫টা ১৭ মিনিট পর্যন্ত থেমে থেমে শিলাবৃষ্টি হয়েছে। এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪ মিলিমিটার। একই সময় শিলা রেকর্ড করা হয়েছে ডায়ামিটার ১ সেন্টিমিটার। একই সময় বিদ্যুৎ চমকানোর পর শোনা যায় মেঘের গর্জন এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।এর আগে, ৪ ও ৫ মে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে জানানো হয়েছিল ৬ মে থেকে ১২ মে পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হবে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামনুর রহমান সন্ধ্যা ৬টায় জানান, বৃষ্টি শুরু হয় সোমবার বেলা ৩টা ৪৭ মিনিটে। বৃষ্টি শেষ হয় বিকেল ৫টা ১৫ মিনিটে। এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪ মিলিমিটার। একই সময় শিলা রেকর্ড করা হয়েছে ডায়ামিটার ১ সেন্টিমিটার। তিনি আরা জানান, রোববার (৫ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
এদিকে, টানা প্রায় দেড় মাস চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতি তীব্র তাপদাহ চলমান ছিল। চলতি মৌসুমে প্রায় প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় রেকর্ড করা হয়। এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি থেকে ৪৩ দশমিক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করেছে।