টানা তাপদাহের পর বরিশালে স্বস্তির বৃষ্টি

- আপডেট সময় : ০৮:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গরমে পুড়েছে বরিশাল নগরসহ্ জেলার বিভিন্ন উপজেলা,পুড়ছে জনপদ।বসন্তের দিন ফুরিয়ে রুক্ষ প্রকৃতিতে ছিলো কেবলই সূর্যের সীমাহীন উত্তাপ। বৈশাখের পূর্ব থেকেই খরতাপে পুড়েছে দেশ। বরিশালে তীব্র গরমে বিপর্যস্থ হয়েছিল জনজীবন। তীব্র অসহনীয় গরমে সবচেয়ে কষ্টে ছিলেন দিন-মজুর খেটে খাওয়া সাধারণ মানুষ।রৌদ্র ও গরমের তীব্রতা এতটাই বেশি ছিলো যে বাইরে কাজে বের হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
একটু স্বস্তি পেতে অনেক জায়গায় এক ফোঁটা বৃষ্টির আশায় এক ফোঁটা বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা শেষে মোনাজাত করছেন ও আল্লাহ্র কাছে বৃষ্টির জন্য কেঁদেছেন মুসল্লিরা।
টানা তাপদাহে বরিশালবাসীর জীবন অসহনীয় হয়ে উঠেছিল।গত কয়েকদিনের গরমে পুড়তে হয় বরিশালসহ্ আশপাশের এলাকা। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন তারা।
অবশেষে প্রতীক্ষার অবসান হলো। সোমবার বিকেলে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছেন বরিশালসহ্ বেশ কয়েক টি উপজেলার মানুষ।টানা কয়েকদিনের তাপদাহের পর এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে।সোমবার দুপুরের পর থেকেই মেঘের গর্জন শুরু হয়।সময় বাড়ার সঙ্গে নেমে আসে বৃষ্টি।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বৃষ্টির কথা জানালেও কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তা এখনো জানাতে পারেনি।