টাঙ্গাইলে বজ্রপাতে দুইজন কৃষি শ্রমিক নিহত

- আপডেট সময় : ০৮:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
টাঙ্গাইল জেলার কালিহাতী থানার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামে দুইজন ধান কাটার শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছে। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় যে, তাদের বাড়ি দিনাজপুর জেলার, পীরগঞ্জ থানার, চকদেবপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল অবস্থানরত লোকজন ও পার্শ্ববর্তী বাসিন্দারা জানাই যে, অদ্য সকাল বেলা স্বাভাবিকভাবে ধান কাটার উদ্দেশ্যে কৃষি জমির মালিক তাদেরকে জমিতে নিয়ে ধান কাটার জন্য নিয়ে যায়। প্রাকৃতিক পরিস্থিতির আলোকে হঠাৎ চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি শুরু হয়ে যায়। তাৎক্ষণিক অনেকেই সেখান থেকে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় একপর্যায়ে তারা একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করাতে আচমকা বজ্রপাত শুরু হয়ে যায়। এতে করে দুজনের মৃত্যু হয়। এতে করে গ্রামের স্থানীয় লোকজন এবং আশেপাশের অনেক মহিলা, পুরুষ, শিশু এবং বয়স্ক লোক খুব গভীর কান্না অশ্রুপাত এবং গভীর শোক প্রকাশ করিতেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মন্তব্য করতেছে যে বৃষ্টিপাতের সময় যাতে করে কেহ কোন অবস্থাতে বাহিরে না থাকে এবং সে সে স্থান থেকে সবাইকে সচেতন ভাবে অবস্থানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি।
এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে,বৃষ্টির সময় কেউ মাঠে বা বাইরে থাকবেন না, নিজ নিজ অবস্থানে নিরাপদে অবস্থান করুন।