টাউনশ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব ও আয়াকে অপসারনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ১০:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-দেবহাটা উপজেলার দেবহাটার সদর ইউনিয়নের টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী ও একই বিদ্যালয়ের আয়া জান্নাতুল ফেরদৌসের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে তাদের অপসারনের জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় টাউন শ্রীপুরউচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ জনগণ দেবহাটা-টাউনশ্রীপুর সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে উক্ত শিক্ষক ও আয়া অনৈতিক কর্মকান্ডের সময় কুলিয়া আশু মার্কেটে স্থানীয় জনগণ অনৈতিক অবস্থা আটকের পর দেবহাটা থানায় হস্তান্তর করে। থানা তাদেরকে জেলহাজতে প্রেরন করে। এ ঘটনায় বিদ্যালয়ের সুনাম নষ্ট ও শিক্ষার পরিবেশে মারাত্মকভাবে প্রভাব পড়ে। এলাকাবাসী বলেন চরিত্রহীন শিক্ষক ও আয়া ইস্কুলে থাকলে তাদের ছেলে মেয়েদেরকে অন্য স্কুলে ভর্তি করবে বলে। এদিকে ছাত্রছাত্রীদের দাবি চরিত্রহীন শিক্ষক ও চরিত্রহীনতা আয়া স্কুলে চাকরিবহাল থাকলে তারা ওই স্কুল ত্যাগ করবে বলেও জানায়। সেকারনে তাদের দুইজনকে অপসারন ও কঠিন শাস্তির দাবিতে দীর্ঘ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম, সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, সমাজসেবক শাহেন শাহ আলম, সাবেক শিক্ষার্থী নাসিম হোসেন, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। মানববন্ধনে ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, সর্বশ্রেণী পেশার মানুষ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী ও বর্তমান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন এবং উক্ত সহকারী প্রধান শিক্ষক ও আয়াকে স্কুল থেকে বিতাড়িত করার দাবী জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র নিকট স্মারকলিপি প্রদান করেন।




















