ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী উদ্ধার

- আপডেট সময় : ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

গত ০২/০৪/২৫ তারিখ বিকাল ০৩.০০ টার সময় *বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভ্যানচালক* লিটন(৩২),পিতা- মবারক আলী, সাং- লক্ষীকুন্ডু , থানা-কোর্টচাঁদপুর, জেলা- ঝিনাইদহ তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ থাকে। এই সংক্রান্তে তার বড়ভাই মোঃ আব্দুর রশিদ কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন এবং ফেসবুকে পোষ্ট করেন।
ফেসকুকের মাধ্যমে নিখোঁজের তথ্য পেয়ে প্রতারকচক্র সোচ্চার হয় এবং গত ০৩/০৪/২৫ তারিখে একটি অজ্ঞাত ইমো নম্বর হতে ভুক্তভোগীর পরিবারের কাছে একলক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। অদ্য ০৪/০৪/২৫ তারিখ নিখোঁজ প্রতিবন্ধীর ভাই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহে এসে বিষয়টি জানালে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন টাকা দাবীকৃত ব্যাক্তি প্রতারক। ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার জন্য মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।
সাইবার ক্রাইম সেল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ প্রতিবন্ধীর সন্ধানের জন্য প্রচারণা চালায় এবং সাইবার পেট্রোলিং অব্যাহত রাখে। সাইবার পেট্রোলিং এর একপর্যায়ে ” বিউটিফুল ঝিনাইদহ ” নামক ফেজবুক পেজ থেকে সাইবার ক্রাইম এর এএসআই মোঃ ইখলাছুর রহমান জানতে পারেন প্রতিবন্ধী ভ্যানচালক হরিনাকুন্ডু থানার গাড়াবাড়িয়া নামক গ্রামে ভ্যান সহ অবস্থান করছে।
বিষয়টি তাৎক্ষণিক নিখোঁজের পরিবারকে জানিয়ে তাদের সাথে নিয়ে উক্ত বাক ও শ্রবন প্রতিবন্ধী লিটনকে উদ্ধার করে তার বড়ভাইয়ের কাছে হস্তান্তর করেন। প্রতারক চিহ্নিত করে আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়া অব্যাহত আছে।