https://youtu.be/RpTGGwopHj0?si=_VJl5RQhizRGyB8k
মো: রাসেল হোসেন, নিজেস্ব প্রতিনিধি৷
গতকাল ৩ জুন তিনি চিকিৎসা নিয়ে ঔষধ তুলে দেখেন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া ঔষধ তাকে দেওয়া হয়েছে, এরপর বিষয়টি নিয়ে অভিযোগ দেওয়ার জন্য তিনি ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রাণীর নিকট গেলে তিনি জানান, ঝিনাইদহ সদর হাসপাতাল আমার আন্ডারে নেই,এ ব্যাপারে আমি কোন ব্যবস্থা নিতে পারবো না আপনারা সুপারের কাছে গিয়ে অভিযোগ দেন, এরপর ভুক্তভোগী ঐ নারী সুপারের কাছে গেলে সুপার স্বীকার করেন যে এটা নষ্ট ঔষধ কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি, নষ্ট পচা ঔষধের কথা ছড়িয়ে পড়লে রুগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে, ওষুধটি ছিলো একটি ইউনানী ঔষধ, ঔষধের গায়ে কোম্পানির নাম লেখা আছে "জেড এন ল্যাবরেটরীজ" গুগোল ও ইউটিউবে সার্চ করে এই কোম্পানি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি,
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিম্নমানের ঔষধ কোম্পানির তৈরীকৃত ঔষধ সরবরাহ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.