ঝিনাইদহ কাঁপানো মুরাদ হত্যা মামলার ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি আলম মণ্ডল অবশেষে র্যাবের জালে
- আপডেট সময় : ০৫:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:-
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গ্রেফতার হলেন ঝিনাইদহের চাঞ্চল্যকর ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আলম মণ্ডল। র্যাব-৬ এর অভিযানে আজ, বুধবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আলম মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের মৃত কাজেম মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী এই হাই-প্রোফাইল গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আলম মণ্ডল বাগেরহাটে আত্মগোপন করে আছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ অভিযানিক দল তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। সফল অভিযানে আলমকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে পাকড়াও করা হয়। গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নিহত ব্যবসায়ী মুরাদের সঙ্গে প্রধান অভিযুক্ত আলম মণ্ডলের প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ ধরেই শনিবার দুপুরে চরম আকার ধারণ করে পরিস্থিতি।
মুরাদ যখন বাজারে ছিলেন, তখন আলম মণ্ডলের ছেলে সৌরভ-সহ বেশ কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মুরাদকে নির্মমভাবে আঘাত করা হয় এবং বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় মুরাদকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি, সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এই নৃশংস ঘটনার পর পরই নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা (এফআইআর) দায়ের করেন। আলম মণ্ডলের এই গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
জনতার দাবি, দ্রুত বিচার৷



















