রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ মো. বাবলুর রহমান গ্যান্না (৪২) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাত ৮টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি ৯ মিমি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বাবলুর রহমানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.