ঝিনাইদহে বাস শ্রমিক ইউনিয়নের মৃত ছয়টি পরিবারের মাঝে ২ লক্ষ টাকার অনুদান প্রদান

- আপডেট সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত ৬ টি পরিবারের সদস্যদের মাঝে এককালিন আর্থিক ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বুধবার ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী তবিবুর রহমান লাবু।
সেসময় উপস্থিত ছিলেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এস.এম. আবু সাইদ, সহ-সভাপতি অলিয়ার রহমান, আমির ফয়সাল মহব্বত, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুর জামান খোকন, যুগ্ম সম্পাদক হানিফ খান, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আত্তাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু, প্রচার সম্পাদক ফিরোজ আলী, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান লিটন৷