।
রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ৩০০০(তিন হাজার) পিচ ইয়াবা'সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি চৌকস দল,
সোমবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহ সদর থানার অন্তর্গত, লক্ষীপুর বন্ডব্রিক্স ইট ভাটার সামনে চেকপোস্ট পরিচালনাকালীন, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহন নামক একটি পরিবহন তল্লাশি করে মোঃ আব্দুর রহিম নামক এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে জীপারযুক্ত ছোট নীল রংয়ের পলিমার প্যাকেট এর মধ্যে রাখা ৩০০০(তিন হাজার) পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়, আব্দুর রহিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের পৌচ কৃষ্ণপুর গ্রামের মোঃ আশরাফের ছেলে, তবে আব্দুর রহিম বর্তমানে চট্টগ্রাম বসবাস করেন,
সম্প্রতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া'র দিকনির্দেশনায় পুলিশের বিভিন্ন ইউনিট জেলা ব্যাপী অভিযান পরিচালনা করছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ ইমরান জাকারিয়া জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঝিনাইদহ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে৷
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.