সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

মো: রাসেল হোসেন৷ ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় আবির হোসেন (১৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২জুন) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার ভাটই বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবির হোসেন একই উপজেলার দুধসর চর পাড়া গ্রামের শানু বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ী থেকে দাদীকে সাথে নিয়ে ভাটই বাজারে ছাগল বিক্রির জন্য এসেছিল আবির। বাজারে ছাগল বিক্রির জন্য রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়। পরে শৈলকুপা থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।