ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন
- আপডেট সময় : ১০:২৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-
কলার হাটের কাছে নারকীয় দুর্ঘটনা: টার্মিনাল-আরাপপুর রুটে রক্ত ঝরল! রাত ৮টা বাজতেই ঝিনাইদহের পথঘাট যেন এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো! জেলার পবহাটি কলার হাট নামক স্থানে ঘটে গেল এক ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ। জানা গেছে, রাত ৮টার ঠিক সময় টার্মিনাল টু আরাপপুর এবং আরাপপুর টু টার্মিনাল গামী দুটি মালবাহী ট্রাকের মধ্যে এই বিধ্বংসী সংঘর্ষ ঘটে। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এক চরম উত্তেজনা!
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে বিকট শব্দে এলাকার মানুষজন ছুটে আসেন। এই মর্মান্তিক দুর্ঘটনার সরাসরি শিকার হন এক ব্যক্তি— রবিউল ইসলাম (৫০)। তার পিতার নাম বজলুর রহমান, ঠিকানা: সাং- সিংড়াবাজার, থানা- শালিকা, জেলা- মাগুরা।সংঘর্ষের জেরে ট্রাকের ভেতরে গুরুতর আহত হন রবিউল ইসলাম। তাঁর আঘাতের গভীরতা এতটাই ছিল যে স্থানীয়দের মনে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় জনতা দ্রুত একজোট হয়ে গুরুতর আহত রবিউল ইসলামকে উদ্ধার করেন। কোনো রকম দেরি না করে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরিস্থিতি বিবেচনা করে তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করেন।
তবে, ভাগ্যের কী পরিহাস! চিকিৎসাধীন অবস্থায় থাকতে থাকতেই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। রাত গভীর হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রবিউল ইসলাম। গোটা হাসপাতালে নেমে আসে শোকের ছায়া!
এই ঘটনার জেরে টার্মিনাল-আরাপপুর রুটে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক দুটিকে সরানোর ব্যবস্থা করে। এই দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।


















