ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলি, পুলিশসহ আহত অন্তত ৩০

- আপডেট সময় : ০৪:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

মো: রাসেল হোসেন,নিজস্ব প্রতিনিধি।
আসামী গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগ উঠেছে গ্রেফতারকৃত আসামীর অনুসারীদের বিরুদ্ধে। থানায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়। রোববার দুপুরে শৈলকুপা থানায় এ ঘটনা ঘটে। এতে ৩ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। আহত ৩ পুলিশ সদস্য হলেন-আব্দুল সালাম, মোঃ ইকবাল হোসাইন ও তরিকুল মিয়া। আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ৩ পুলিশ সদস্যের অবস্থার অবনতী হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেফতার করে আনে পুলিশ। গ্রেফতারের পর শত শত লোকজন থানা ঘেরাও করে। তারা থানায় ইট পাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধাঘন্টা ধরে চলে হামলা পালটা হামলা। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।