ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক সহিংসতা যেন থামছেই না

- আপডেট সময় : ১১:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

মো: রাসেল হোসেন,নিজস্ব প্রতিনিধি
শৈলকূপা জনমানুষের নিরাপত্তা বলতে কিছুই অবশিষ্ট থাকছে না। যে যেখানে যে অবস্থায় যাকে পাচ্ছে তাকেই নির্মমভাবে আঘাত করছে। পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গ চুরমার করে দিচ্ছে, রক্তাক্ত জখম করে হাড় হাড্ডি ভেঙে হাসপাতালে পাঠাচ্ছে। চলছে বাড়ি-ঘর,গরু-ছাগল,আসবাবপত্র,ক্ষেতের ফসল লুটপাট। বাড়ি ছাড়া হয়ে আছে অসংখ্য মানুষ। আছে শত শত মামলা। পুলিশ প্রসাশন যেন অসহায়। সহিংসতার অংশ হিসেবে গতকাল (৮ জুন) শনিবার দুপুরে শৈলকুপার বিএলকে বাজারের পাশের ক্যানেলের উপর বৃষ্ণপুর গ্রামের ভাজন কাজীর ছেলে আবুবকর কাজী (৫৫) নির্মম হামলার শিকার হন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি জানান, তার উপর দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মন্নুর সমর্থক ধুলাই এর ছেলে হৃদয়,কপি বিশ্বাস এর ছেলে শামীম,সফির ছেলে হাফিজ,ছাত্তার সহ প্রায় ২০ জনের একটি শসস্ত্র গুন্ডা বাহিনী হামলা চালায়। হামলার শিকার বকর কাজী আরো জানান তিনি গাড়া গঞ্জ বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন এ সময় হামলা কারীরা আমার উপর ঝাপিয়ে পড়ে এবং নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে যায়। আমার অপরাধ উপজেলা নির্বাচনে আমি কেন শামীম মোল্লার দোয়াত কলম মার্কায় ভোট করলাম।
এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশের এই আই মনির হাজারী জানান ঘটনাটি আমি শুনেছি অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।