ঝিনাইদহের শৈলকুপায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

মুসফিকুর রহমান কাজল, ক্রাইম রিপোর্টার, ঝিনাইদহঃ
প্রাণী সম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি অর্থায়নে হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভুমি কমিশনার বনি আমিন এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ আব্দুল হাকিম ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন,কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, শৈলকুপা উপজেলা প্রেসক্লাবে সভাপতি সামিউল বারী রাজিব ও সাধারণ সম্পাদক আলামিন হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন খান। এ প্রদর্শনীতে বিভিন্ন খামারীরা অংশ নেয়।অনুষ্ঠান শেষে খামারীদের মধ্যে পুরস্কার হিসাবে নগদ টাকার চেক ও সনদপত্র বিতরন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ রাকিবুল ইসলাম শাওন।