মুসফিকুর রহমান কাজল, ক্রাইম রিপোর্টার,ঝিনাইদহঃ
গর্ভধারণ করা এক গাভীকে ভুল চিকিৎসার কারনে গ্রাম্য পশু চিকিৎসক সোহেল রানাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন। বুধবার দুপুরে গর্ভধারণ করা এক গাভীকে ভুল চিকিৎসার কারনে তাকে এ সাজা দেওয়া হয়েছে।
গ্রাম্য পশু চিকিৎসক সোহেল রানা ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের পরানপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
ভ্রম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, এসবিকে ইউনিয়নের এক খামারির চার মাস গর্ভধারণ করা এক গাভীকে ভুল চিকিৎসার করেন গ্রাম্য পশু চিকিৎসক সোহেল রানা।
যার কারনে তাকে বাংলাদেশ ভ্যাটেরিনারী কাউন্সিল আইন ২০১৯ এর ৩৫ ধারায় অভিযুক্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.