মুসফিকুর রহমান কাজল, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে কলা চোর আটক
কলা উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি ব্যাটার চালিত পুরাতন মোটর ভ্যান উদ্ধার।
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আজিম-উল- আহসান মহোদয় এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মহেশপুর থানার নেতৃত্বে মহেশপুর পুলিশ ফাঁড়ী, মহেশপুর থানা পুলিশের আভিযানিক দলের এসআই(নিঃ)/মীর্জা মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে ইং-০২/০৫/২০২৪ খ্রিঃ তারিখ মহেশপুর থানাধীন ৯৮নং বৈচিতলা মৌজার ৯৪৭ নং দাগে ৪১ শতক জমিতে কলা বাগান হইতে মামলার বাদীর চোরাই ০২ কাধি কলা, যাহার মূল্য অনুমান ১,০০০/-(এক হাজার) টাকা ধৃত আসামী চুরি করার সময় হাতে নাতে ধৃত হয়, মহেশপুর থানা পুলিশ কে সংবাদ দিলে চোরাই কাজে ব্যবহৃত ১টি ব্যাটার চালিত পুরাতন মোটর ভ্যান জনগনের সহয়তায় মহেশপুর পুলিশ ফাঁড়ী মহেশপুর থানা পুলিশ কর্তৃক উদ্ধার করে এবং আসামী ১। মোঃ আলী আকবর বাবু (৩৩), পিতা-আঃ মোতালেব মোল্যা,গ্রাম-পীরগাছা (হুসোরখালী) , থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ ’কে গ্রেফতার করা হয় এবং অন্যান্য পলাতক এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীরা ২০/২৫ টি কলার কাধি চুরি করে নিয়ে পালিয়ে যায় । উক্ত ঘটনার বিষয়ে মহেশপুর থানায় মামলা রুজু করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.