রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে বিএনপির নেতাকর্মীদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ভৈরবা বাজারে এ কর্মসূচীর আয়োজন করে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি।
সেসময় ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার ৫ শতাধিক নারী পুরষ মানববন্ধনে অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান সোজা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা অভিযোগ করেন, উপজেলার কুল্লাপাড়া গ্রামের রোববার সকালে জামায়াত ইসলামীর মহিলা কর্মীদের উঠান বৈঠক চলাকালে স্থানীয় বাসিন্দাদের বাক-বিতন্ডা হয়। এ বিষয়কে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপির নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যদিও এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কোন সংশ্লিষ্টতা নেই বলে মানববন্ধন থেকে দাবী করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.