মুসফিকুর রহমান কাজল, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন সহ ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান ভাইস-চেয়রম্যান শিবলী নোমানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ভাইস-চেয়ারম্যান রাশেদ শমসের, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির ওলিউর রহমান।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলী নুর রহমান, বিপ্লব কুমার বিষ্ণু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মিঠু মালিথা, সনজয় বিশ্বাস ও পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল।
ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান শাহানাজ পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান তিথী রানী বিশ্বাস।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩২৯, মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৫৯২ ও হিজড়া ভোটার রয়েছে ৩ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.