মুসফিকুর রহমান, ক্রাইম রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপার বগুড়া ইউনিয়নের দোহানাগিরাট গ্রাম থেকে বড় সাইজের ৪ টি গাঁঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করা হয়। এসময় লাকু শেখ নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই মনিরুজ্জামান হাজরা ও এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ টি বড় সাইজের গাঁজা গাছ সহ একজনকে আটক করে। গাঁজা গাছসহ আটক লাকু শেখ দোহানাগিরাট (প্রতাপনগর) গ্রামের জামাল শেখের ছেলে।
উদ্ধারকৃত গাঁজার গাছের আনুমানিক ওজন হবে ২০ কেজি ও মূল্য হবে ২ লাখ টাকা বলে পুলিশ জানায়।
সম্প্রতি একের পর এক গাঁজার গাছ উদ্ধার করে চলেছে পুলিশ। ধারনা করা হচ্ছে এ উপজেলায় গাঁজার চাষ অনেক হারে বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.