শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগে হাবিবুর রহমান (২৫) নামে এক পাষণ্ড ছেলেকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ২০ মে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত পাষণ্ড ছেলে হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ১৯ মে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ছেলে হাবিবুর রহমানের কাছে তার মা আল্পনা বেগম (৪৫) সংসার খরচ বাবদ সামান্য টাকা চায়। এ টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়ের গাঁয়ে হাত তুলে মারধর করে ও দা দিয়ে এলোপাথাড়ি ভাবে বারি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখমসহ দুটি পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে সোমবার রাতে হাবিবুরের বাবা রিয়াজ উদ্দিন (৫৫) থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত হাবিবুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.