ঝিকরগাছায় ২৮ বোতল ফেনসিডিল সহ আটক ২

- আপডেট সময় : ০১:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
(০১ এপ্রিল ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/খান মাইদুল ইসলাম রাজিব এসআই(নিঃ)/হরষিত রায় এএসআই(নিঃ)/৩৭২ মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/৬৬৭ মোজাম্মেল হোসেন ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬:২৫ ঘটিকার সময় যশোর ঝিকরগাছা _থানাধীন করিম আলী (দক্ষিন পাড়াস্থ জনৈক মোতায়েম হোসেন গাজী এর আম বাগানের উত্তর-দক্ষিন কোনে হইতে আসামী 1| মো: বজলুর রহমান পিন্টু (৪৭), পিতা-মৃত. রবিউল ইসলাম, সাং- করিম আলী পূর্বপাড়া, _থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, 2| মো: জহিরুল ইসলাম ডাবলু (৩৫),পিতা-আব্দুস সাত্তার সরদার, সাং-বুজতলা সোনাবাড়ীয়া, _থানা–কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে দ্বয়কে ২৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে যশোর ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।