ঝালকাঠিত বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে গোলাম আজম সৈকত

- আপডেট সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত “নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন” কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঝালকাঠি ফাতেমা কনভেনশন সেন্টারে।
অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছেন জননেতা গোলাম আজম সৈকত, যিনি ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
কারানির্যাতিত, মাঠের রাজনীতিতে সক্রিয় এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা সৈকত আজ দলের তরুণ মুখ, প্রেরণার প্রতীক।
এসময় গোলাম আজম সৈকতের বক্তব্যে বলেন,
নতুন সদস্য সংগ্রহের এই কর্মসূচি হচ্ছে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম ধাপ। আমি বিশ্বাস করি, ঝালকাঠি-১ আসনের জনগণ আজ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ। এই ঐক্যই ভবিষ্যতের বিজয়ের ভিত্তি।”
অনুষ্ঠানটি উদ্বোধন করেন— এ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, সদস্য সচিব, ঝালকাঠি জেলা বিএনপি।
প্রধান অতিথি— জনাব মাসুদ আহমেদ মিলন, সাবেক যুগ্ম মহাসচিব, যুবদল কেন্দ্রীয় কমিটি।প্রধান বক্তা— জনাব কামরুজ্জামান, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি।এবং এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ।
সভাপতিত্ব করেন— এ্যাডভোকেট সৈয়দ হোসেন, আহ্বায়ক, ঝালকাঠি জেলা বিএনপি।
পুরো অনুষ্ঠানজুড়েই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের আবহ বিরাজ করে। বিশেষ করে গোলাম আজম সৈকতের বক্তৃতা এবং কর্মীদের সঙ্গে তার সরাসরি সংলাপ সবাইকে উজ্জীবিত করে।
অনুষ্ঠানে ব্যবহার করা ব্যানারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দলীয় ঐক্য ও আদর্শকে ফুটিয়ে তোলে।ঝালকাঠি জেলা বিএনপির এই কর্মসূচি প্রমাণ করে—দল এখন পুনর্গঠন ও সাংগঠনিক শক্তি দিয়ে মাঠের প্রস্তুতির দিকেই এগোচ্ছে। আর এই পথের প্রথম সারিতে আছেন জনতার নেতা, তরুণ প্রজন্মের আশা, গোলাম আজম সৈকত।