মিলন বৈদ্য শুভ, রাউজান উপজেলা প্রতিনিধি:- রাউজানের পশ্চিম গুজরা এলাকায় জ্বালাকুমারী তরুণ সংঘের আয়োজনে সাড়ম্বরে পালিত হলো শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরের বাৎসরিক উৎসব ও পূজা অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত হয় প্রদীপ প্রজ্জ্বালন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, অন্নপ্রসাদ বিতরণ এবং দেবী মগধেশ্বরীর মহাপূজা।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন গীতানুধ্যায়ী শ্রী বিকাশ দত্ত ও তাঁর দল, যা উপস্থিত ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় অনুভূতির জাগরণ ঘটায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজু কান্তি দে, জুয়েল দে, উত্তম মল্লিক, নটু কান্তি দে, কাজল দে, রাজু মহাজন, শয়ন দে, জয় মল্লিক, জয়ন্ত মল্লিক, বিশ্বজিৎ দাশ, মিঠন বিশ্বাস, মুন্না দে, শ্যামল শীল, রুবেল শীল, ইমন দাশ প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তবৃন্দ।
উৎসব কমিটির সদস্য ও ভক্তরা জানান, এই পুণ্য উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্ত সমবেত হন। মায়ের আশীর্বাদ লাভের আশায় ভক্তদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও সফল করে তোলে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.