স্টাফ রিপোর্টার:- উত্তর সিলেটের ঐতিহ্যবাহী কলেজ জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ( ২১) ব্যাচের ইফতার মাহফিল সম্পূর্ণ। হয়েছে।
জানাযায় ৩০/০৩/২০২৪ ইংরেজি ১৯ রমজান রোজ শনিবার বিকালে জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ২১ ব্যাচ বন্ধুমহলের মিলন মেলা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দীর্ঘ ৩ বছর পর এই আয়োজনে একত্রিত হতে পেরে আনন্দিত ঐ ব্যাচেরা শিক্ষার্থীরা, জৈন্তিয়া কলেজ ২০২১ সালে সর্বশেষ এইচএসসি পরীক্ষা পরবর্তী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন ব্যাচের শিক্ষার্থীরা-দেশ সেবায় সরকারি, বেসরকারি চাকরির সুবাদে একে অন্যের সাথে দেখা হয়নি দীর্ঘ ৩-৪ বছর সেনাবাহিনী,পুলিশ,আনসার,ব্যাটালিয়ান,বর্ডারগার্ড, শিক্ষক, এনজিও কর্মী সহ দেশের বিভিন্ন জেলায় নিযুক্ত রয়েছেন জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ২১ ব্যাচের বন্ধু মহল।
এবারের মিলন মেলা ও ইফতার মাহফিলে দীর্ঘ দিন পর একে অন্যের সাথে দেখা করতে পেরে তারা আনন্দিত।
ইফতারের আগ মূহুর্তে মোঃ রাহিনুল করিমের মোনাজাতের মাধ্যমে ইফতার শুরু হয়।
ইফতার পরবর্তী ২১ ব্যাচের বিভিন্ন বন্ধু তারা মত প্রকাশ করেন এসময় উপস্থিত ছিলেন, সুহাগ,ইলিয়াস,রাহিনুল করিম,বুরহান,আলবাব,আলমাস,আল আমিন, জুয়েল,জুবায়ের,ইমাম, আশিক,শাকিব,জাকির,মাসুম,নাহিদ,রিমাল,রুবেল,
জাবেদ,মাহির,মোহন.এনাম,রেজওয়ান ইসলাম (রাজ), জসিম উদ্দিন,হুমায়ুন রশিদ লিমন.ইসা মিয়া.
জাকারিয়া আহমদ সুপ্ত. সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.