জেলা প্রশাসক হুমায়ুন কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন আল- ফেরদাউস আলফা

- আপডেট সময় : ০৬:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ-
৫ মে মঙ্গলবার সকাল ১১ টার জেলা পরিষদের সভাকক্ষে সাতক্ষীরা জেলার সুযোগ্য দক্ষ দেশ উন্নয়নের কারিগর জেলা প্রশাসক হুমায়ন কবির মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা ও কুশান বিনিময় করেন দেবহাটা উপজেলার গরীব দুখি অসহায় মানুষের পাশে থাকার বন্ধু ও জন দরদী সাবেক জেলা পরিষদের সদস্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা। জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে সাবেক জেলা পরিষদ সদস্য ও দেবহাটা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলফা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচনের আদেশ দিয়েছিলেন। তাহারি ধারাবাহিকতা বজায় রেখে জেলা প্রশাসক হুমায়ুন কবির স্যার তিনি তার প্রচেষ্টায় সাতক্ষীরা জেলায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচন উপহার দিয়েছেন। আমি জেলা প্রশাসক হুমায়ুন কবির মহোদয় কে অভিনন্দন তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য তার পরিবার প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক এই কামনা করি।এবং তিনি আরও বলেন আমার দেবহাটা উপজেলা পরিষাদের দিকে সুদৃষ্টি রাখার জন্য। তিনি যদি দেবহাটা উপজেলা পরিষদের দিকে সদৃষ্টি রাখেন তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছেন তারই ধারাবাহিকতায় চলমান রেখে দেশকে বিশ্বের বুকে উন্নয়নশীল দেশ গড়ার লক্ষ্যে আমি আমার দেবহাটা উপজেলাকে ডিজিটাল একটি মডেল উপজেলা গড়তে পারবো ইনশাআল্লাহ।