জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-০৪

- আপডেট সময় : ০৫:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ময়মনসিংহ জেলার ডিবি পুলিশের কর্মকর্তা
এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন মুখী মাজার মোড়স্থ পাকা রাস্তার পাশ হইতে ০৫ এপ্রিল ২০২৪ খ্রিঃ ৪০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহাগ মিয়া (৩৬), পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-মোছাঃ পারুল আক্তার, সাং-মুখী চরপাড়া, ২। মোঃ মামুন মিয়া (৩৪), পিতা-মৃতঃ নাসির উদ্দিন, মাতা-মোছাঃ মাজেদা খাতুন, সাং-মুখী ব্রীজপাড়, ৩। মোঃ সিদ্দিক (২৮), পিতা মৃতঃ আবুল কালাম, মাতা মৃতঃ আনোয়ারা খাতুন, সাং-মুখী নদীরপাড়, ৪। মোঃ সোহাগ মিয়া (৩০), পিতা-মোঃ সুলতান মিয়া, মাতা-মোছাঃ নাছিমা খাতুন, সাং-বাইলনা পূর্বপাড়া, সর্ব থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহাগ মিয়া (৩৬) এর বিরুদ্ধে ০৩টি, আসামী ২। মোঃ মামুন মিয়া (৩৪) এর বিরুদ্ধে ০৩টি, আসামী ৩। মোঃ সিদ্দিক (২৮) এর বিরুদ্ধে ০১টি ও আসামী মোঃ সোহাগ মিয়া (৩০) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে
উদ্ধারকৃত ৪০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করে আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।