জুলাই স্মরণে আগৈলঝাড়া শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

- আপডেট সময় : ১১:২৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

মো:আশরাফ(বরিশাল ক্রাইম রিপোর্টার):-
বরিশালের আগৈলঝাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে করা হলো মোমবাতির প্রদীপ প্রজ্জ্বলন।রোজ মঙ্গলবার (০১জুলাই) সন্ধ্যায় আগৈলঝাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। জুলাই-আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’
শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। পরে রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম (সাহেদ) এর নেতৃত্বে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে স্মৃতি ও অঙ্গীকারে। ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম (সাহেদ) বলেন, পনেরো বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ জাতীয়তাবাদী বিভিন্ন দল অংশ নিয়েছিল। ফ্যাসিবাদের আমলে তরুণদের মতামত দেওয়ার অধিকার রাখা হয়নি, অথচ এ তরুণরাই চব্বিশের গণঅভ্যুত্থান ঘটিয়েছে। পরে বক্তব্য রাখেন, এসেন্ট রায় যুগ্ন আহবায়ক আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল তিনি বলেন,শহীদদের আত্মত্যাগ আমাদের সংগ্রামের প্রেরণা হিসেবে থাকবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থেকে তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নেয় আগৈলঝাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাকিল ফকির, সাধারণ সম্পাদক গৈলা ইউনিয়ন ছাত্রদলনেতা রায়হান ইসলাম। রাজিহার ইউনিয়নের ছাত্রদলের সভাপতি রাকিব,বাকাল ছাত্রদল ইউনিয়ন সভাপতি হৃদয় হাসান বাবু,ছিলেন ছাত্রনেতা মো:খাইরুল ইসলাম,ছাত্রনেতা মেহেদী হাসান,ছাত্রদলের সদস্য তানভীর আহমেদ,কলেজ ছাত্রনেতা সজল ফকিরসহ কলেজ ছাত্রদলের অন্যান্য সদস্যরা।