জীবন ঝুঁকিতে থাকা শিশু মুনতাহার পাশে নবগত নির্বাহি কর্মকর্তা দেবহাটা

- আপডেট সময় : ১১:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

।
জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি;জীবন ঝুঁকিতে থাকা শিশু
মুনতাহার পাশে নবগত উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম আবু নওশাদ। আজ ২০শে আগস্ট বুধবার বেলা ১২ টার সময় কোড়া গ্রামে মহিবুল্লাহর এক মাসের শিশু কন্যা অসুস্থ মুনতাহাকে দেখতে যান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি তাহার দেবহাটা ফেসবুক আইডিতে লিখেছেন কিছুদিন আগে একজন সাংবাদিকের ফোনের মাধ্যমে জানতে পেরেছিলাম যে একমাস বয়সী একটি শিশুর পেটের নাড়ি পেচিয়ে আসহায় অবস্থায় আছে।
পরামর্শ দিয়েছিলাম দ্রুত একটি আবেদন সহ অভিভাবককে অফিসে নিয়ে আসার জন্য।
কয়েকদিন পেরিয়ে গেলেও যখন দেখলাম কেউ আসেনি তাই আজ সেই সাংবাদিককে ফোন দিয়ে বাসার ঠিকানা নিয়ে বৃষ্টির মধ্যেই দেখতে চলে গেলাম বাচ্চাটিকে।
সাথে সাথেই ফোন দিয়ে আসতে বললাম ৩ নং সখিপুরের পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সমাজসেবা অফিসারকে।
জানা যায় নির্বাহী কর্মকর্তার টেলিফোন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ৭ নং ইউপি সদস্য ডাক্তার নজরুল ইসলাম. সদস্য মোয়াজ্জেম. সদস্য আবুল হোসেন. সদস্য মোখলেসুর রহমান. নাজিম হোসেন. সদস্যা জুলেখা পারভিন. সাজু পারভিন. সদস্যা রেহানা পারভীন। সহ নগদ ৫০০০/ টাকা একটি মোরগ ও দুই মাসের বাজার নিয়ে অসহায় পরিবারদের আর্থিক সহায়তা করেন।
নির্বাহী কর্মকর্তা শিশুটির বাসায় গিয়ে বিস্তারিত দেখে জানতে পারেন অস্বচ্ছল পরিবারটি দৈনিক ১২০০/ টাকা শিশুটির পিছনে খরচ হচ্ছে। প্রাইভেট হাসপাতালে এর পূর্বে বাচ্চাটির চিকিৎসা করিয়েছেন। এখন অপারেশন করতে আরো অন্তত প্রায় ২ লাখ টাকা লাগবে বলে জানিয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই তারা টাকা সংগ্রহ করার চেষ্টায় অপেক্ষারত ছিলেন।
অসহায় পরিবারটির কথা শুনে সার্বিক চিন্তা করি সাথে সাথেই মোবাইলে ইউএইচএফপিও মহোদয়ের সাথে পরামর্শ করেন।
পরিবারটির কাছ থেকে তৎক্ষনাৎ আবেদন নিয়ে সে কাগজে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক মহোদয় কে সরকারিভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবার জন্য অনুরোধপত্র লিখে দেন এবং শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও সেবা দেয়ার জন্য মোবাইলেও অনুরোধ করেন। ইউনিয়নের সংশ্লিষ্ট মেম্বারকে বলে দেয়া হয়েছে,তিনি আগামীকাল সকালে অসুস্থ শিশুটিকে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যাবেন। আশা করা যাচ্ছে শীঘ্রই সরকারিভাবে শিশুটির অপারেশন সম্পন্ন হবে ইনশাল্লাহ।
এছাড়াও সমাজসেবা অফিসার ও একটি এনজিওকেও বলা হয়েছে বাচ্চাটিকে প্রয়োজনে সহায়তা করার জন্য। অসহায় পরিবারটি এবং এলাকাবাসী জানায় উপজেলার শুরু লগ্ন থেকে অদ্যবধি আজ পর্যন্ত কোনো নির্বাহী কর্মকর্তা মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের দ্বার প্রান্ত আসেনি পরিবারটি ও এলাকাবাসী ইউএন।ও মহোদয়ের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশা করেন দেবহাটা উপজেলা কে তিনি মাদক মুক্ত. চোরাচালান. চাঁদাবাজ. সন্ত্রাসীর হাত থেকে দেবহাটা উপজেলা কে মুক্ত করতে পারবেন। তিনি তথ্যদাতাসহ সমগ্র কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শিশুটির জন্য দোয়া, দ্রুত সুস্থ হোক কামনা করেন।
https://shorturl.fm/mXveG
https://shorturl.fm/HdYYo