মোঃ (মুনাইম)হোসেন,নিজস্ব সংবাদদাতা:চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকাউল্লাহর ইটভাটার পাশ থেকে এই পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪শে জুলাই ২০২৫) দুপুর সোয়া ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে সীমান্ত পিলার ৬৪/৪-এস হতে ৩ কি.মি. বাংলােদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল।
এসময় জাকাউল্লাহর ইটভাটার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.