মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হলেও এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গত ৮ জুন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ গয়েশপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৬৮/৪-এস পিলার থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর পশ্চিমপাড়া গ্রামে মোঃ ইকতার আলীর পেয়ারা বাগানে অভিযান চালানো হয়। নায়েক মোঃ মাসুদ কবির এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
একই দিন জীবননগর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৬৮/এমপি থেকে আনুমানিক ৩ কিলোমিটার অভ্যন্তরে ডাঙ্গাপাড়া গ্রামের পাকা রাস্তার পাশে ফেলে রাখা শুকনা ডালের স্তূপ থেকে হাবিলদার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে চালানো অভিযানে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে, বেনীপুর বিওপি'র আওতাধীন সীমান্ত পিলার ৬২/৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে নবদুর্গাপুর গ্রামের একটি স্কুলের পাশে আরজাম মেম্বারের আমবাগানে হাবিলদার মোঃ মাহফুজ রহমান এর নেতৃত্বে অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ ও ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে অব্যাহতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.