মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৮০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাতে সীমান্তের পৃথক দুটি এলাকা থেকে এসব ফেন্সিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ই এপ্রিল ২০২৫) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির বিজিবি সদস্যরা বুধবার রাত ৮টার দিকে হাবিলদার খলিলুর রহমানের নেতৃত্বে জীবননগর উপজেলার কালা গ্রামের ব্রিজের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল।
এছাড়া একই ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা নায়েব সুবেদার শরিফ উদ্দিনের নেতৃত্বে বুধবার রাত পৌনে ১২টার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাঠের ভুট্টা ক্ষেতের মধ্যে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৮০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.