
মোঃ মুনাইমহোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অত্র স্কুলের শিক্ষার্থী যাঁরা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে চান্স পেয়েছে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুলের হলরুমে আনন্দঘন পরিবেশে ৭৭ জন কৃতি শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব। হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্াহী অফিসার জনাব আল-আমীন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি রফিউল আলিম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা স্বাগত বক্তব্যে জানান ২০২৪ সালে ৪৫জন এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং ৭জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে ভর্তির সুযোগ পেয়েছে। মোট ৭৭জন মেধাবী কৃতী শিক্ষিার্থীেদের জন্যে এ সংবর্ধনার আয়োজন। অনুষ্ঠানে সকল কৃতীদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমেদ, বক্তব্য রাখেন শিক্ষক মিজানুর রহমান, বিল্লাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.