ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় শুভ নববর্ষ পালিত পশ্চিম গুজরায় পাঁচ শত বছরের প্রাচীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত পহেলা বৈশাখে ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির বনভোজন: দলীয় ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যয় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের বর্ণিল আয়োজন যশোরে মা-ছেলেকে জখমের ঘটনায় প্রধান আসামি আটক ঝিনাইদহে বিএনপির বর্ণাঢ্য বৈশাখ বরণ উৎসব রঙেঢঙে নানা আয়োজনে নববর্ষে বর্ণিল বাকৃবির বৈশাখী চত্বর হরিপুরে নানান কর্মসূচিতে পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন ‎ সমাদর ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রামে নববর্ষ উদযাপন মঞ্চ ভাঙচুর আটক-৬: দেশে অস্থিরতা ষড়যন্ত্রে দুর্বৃত্তরা

জীবননগর থানা পুলিশ ছিনতাইকৃত পাখিভ্যান বিক্রয়ের টাকা,পাখিভ্যানের যন্ত্রাংশ ও ব্যটারী উদ্ধার গ্রেফতার-৩জন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন:-
 
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত পাখিভ্যান বিক্রয়ের টাকা,পাখিভ্যানের যন্ত্রাংশ ও ব্যটারী সহ তিনজনকে আটক করেছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময় দর্শনা থানাধীন তিতুদহ বাজার হতে ১৪.৫০০ টাকা সহ আটক করেছে।

গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে জীবননগর থানাধীন উথলী এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করা। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন তিতুদহ গ্রামের মোঃ জমির উদ্দিন এর ছেলে ভিকটিম মোঃ জিহাদ হোসেন (১৩) ২৯ মার্চ ২০২৫ তারিখ সকাল অনুমান।

০৯.০০ ঘটিকায় তার দাদার ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে সরোজগঞ্জ বাজারে ঘুরতে যায়। সরোজগঞ্জ বাজার হতে আসামী বিল্লাল হোসেন ভিকটিমকে বলে সন্তোষপুর বাজারে ৬’শ টাকার একটা বস্তার ভাড়া আছে চল দুই ভাই বস্তাগুলো নিয়ে এসে টাকা ভাগ করে নিব। আসামীর সাথে ভিকটিম ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে সন্তোষপুর বাজারের নিকট আসলে আসামী ভিকটিমকে বলে এখনো বস্তার দোকান খোলেনি চল দুই ভাই পেয়ারা খেয়ে আসি।

আসামী ভিকটিমকে একটি পেয়ারা বাগানে নিয়ে গেলে ভিকটিম পেয়ারা না খেয়ে রাস্তায় ভ্যানের নিকট চলে আসলে আখ খাওয়ার কথা বললে ভিকটিম বলে ভ্যান চুরি হয়ে যাবে। তখন আসামী তার ভ্যানের সাথে ভিকটিমের ব্যাটারী চালিত পাখি ভ্যানটি বেধে রেখে ২৯ মার্চ ২০২৫ তারিখ বেলা অনুমান ১২:০০ ঘটিকায় রাস্তার পার্শ্বে জীবননগর থানাধীন।

একতারপুর গ্রামস্থ একতারপুর বাওড়ের পার্শ্বে আখ ক্ষেতে আখ খাওয়ার জন্য নিয়ে যায়। আখ ক্ষেতে নিয়ে গিয়ে আসামী ভিকটিমকে বলে তোর দাদার পাখি ভ্যানটা বিক্রি করে দুইজন ঈদের মার্কেট করব। ভিকটিম পাখি ভ্যানটি বিক্রয় করতে রাজি না হওয়ায় আসামী ভিকটিমের গলা চিপে ধরে মারধর করে শরীরের বিভিন্নস্থানে জখম করে।

জোরপূর্বক ব্যাটারি চালিত ভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সংক্রান্তে জীবননগর থানার মামলা নং-০৯, তারিখ ১২/০৪/২৫ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়। এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জীবননগর থানা মামুন হোসেন বিশ্বাস এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গোপনে নিবিড়ভাবে।

তদন্ত শুরু করেন। তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ফোর্স ১২ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকায় এজাহারনামীয় আসামী বিল্লাল হোসেনকে দর্শনা থানাধীন তিতুদহ বাজার হতে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামীর নিকট হতে পাখিভ্যান বিক্রয়ের নগদ ১৪,৫০০/- টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে জীবননগর থানাধীন উথলী এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামীদ্বয়কে।

গ্রেফতার করিয়া মোঃ নবীছদ্দিন@ভেলু নিকট হতে ছিনতাইকৃত ভ্যানের কাঠের বডি এবং মোঃ আব্বাস আলীর আঁখি সাইকেল ষ্টোর হইতে ০৪টি 120AH, 12 VOLT, DJDC চায়না কোম্পানীর Sub colloidstorage পুরাতন ব্যাটারী উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

আটককৃত আসামিরা হলো তিতুদহ মাঝের পাড়ার হাফিজুর রহমানের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২২),উথলী (ফার্মগেটপাড়ার) মৃত তমেত মন্ডলের ছেলে মোঃ নবীছদ্দিন@ ভেলু (৬৩) ও উথলী (কামারপাড়ার)আয়ুব আলীর ছেলে মোঃ আব্বাস আলী

উদ্ধারকৃত আলামতঃ
১। পাখিভ্যান বিক্রয়ের নগদ ১৪,৫০০/- টাকা।
২। পাখি ভ্যানের কাঠের বডি।
৩। ০৪টি 120AH, 12 VOLT, DJDC চায়না কোম্পানীর Sub colloidstorage পুরাতন ব্যাটারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

জীবননগর থানা পুলিশ ছিনতাইকৃত পাখিভ্যান বিক্রয়ের টাকা,পাখিভ্যানের যন্ত্রাংশ ও ব্যটারী উদ্ধার গ্রেফতার-৩জন

আপডেট সময় : ০৩:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

মোঃ মুনাইম হোসেন:-
 
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত পাখিভ্যান বিক্রয়ের টাকা,পাখিভ্যানের যন্ত্রাংশ ও ব্যটারী সহ তিনজনকে আটক করেছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময় দর্শনা থানাধীন তিতুদহ বাজার হতে ১৪.৫০০ টাকা সহ আটক করেছে।

গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে জীবননগর থানাধীন উথলী এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করা। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন তিতুদহ গ্রামের মোঃ জমির উদ্দিন এর ছেলে ভিকটিম মোঃ জিহাদ হোসেন (১৩) ২৯ মার্চ ২০২৫ তারিখ সকাল অনুমান।

০৯.০০ ঘটিকায় তার দাদার ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে সরোজগঞ্জ বাজারে ঘুরতে যায়। সরোজগঞ্জ বাজার হতে আসামী বিল্লাল হোসেন ভিকটিমকে বলে সন্তোষপুর বাজারে ৬’শ টাকার একটা বস্তার ভাড়া আছে চল দুই ভাই বস্তাগুলো নিয়ে এসে টাকা ভাগ করে নিব। আসামীর সাথে ভিকটিম ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে সন্তোষপুর বাজারের নিকট আসলে আসামী ভিকটিমকে বলে এখনো বস্তার দোকান খোলেনি চল দুই ভাই পেয়ারা খেয়ে আসি।

আসামী ভিকটিমকে একটি পেয়ারা বাগানে নিয়ে গেলে ভিকটিম পেয়ারা না খেয়ে রাস্তায় ভ্যানের নিকট চলে আসলে আখ খাওয়ার কথা বললে ভিকটিম বলে ভ্যান চুরি হয়ে যাবে। তখন আসামী তার ভ্যানের সাথে ভিকটিমের ব্যাটারী চালিত পাখি ভ্যানটি বেধে রেখে ২৯ মার্চ ২০২৫ তারিখ বেলা অনুমান ১২:০০ ঘটিকায় রাস্তার পার্শ্বে জীবননগর থানাধীন।

একতারপুর গ্রামস্থ একতারপুর বাওড়ের পার্শ্বে আখ ক্ষেতে আখ খাওয়ার জন্য নিয়ে যায়। আখ ক্ষেতে নিয়ে গিয়ে আসামী ভিকটিমকে বলে তোর দাদার পাখি ভ্যানটা বিক্রি করে দুইজন ঈদের মার্কেট করব। ভিকটিম পাখি ভ্যানটি বিক্রয় করতে রাজি না হওয়ায় আসামী ভিকটিমের গলা চিপে ধরে মারধর করে শরীরের বিভিন্নস্থানে জখম করে।

জোরপূর্বক ব্যাটারি চালিত ভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সংক্রান্তে জীবননগর থানার মামলা নং-০৯, তারিখ ১২/০৪/২৫ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়। এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জীবননগর থানা মামুন হোসেন বিশ্বাস এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গোপনে নিবিড়ভাবে।

তদন্ত শুরু করেন। তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ফোর্স ১২ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকায় এজাহারনামীয় আসামী বিল্লাল হোসেনকে দর্শনা থানাধীন তিতুদহ বাজার হতে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামীর নিকট হতে পাখিভ্যান বিক্রয়ের নগদ ১৪,৫০০/- টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে জীবননগর থানাধীন উথলী এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামীদ্বয়কে।

গ্রেফতার করিয়া মোঃ নবীছদ্দিন@ভেলু নিকট হতে ছিনতাইকৃত ভ্যানের কাঠের বডি এবং মোঃ আব্বাস আলীর আঁখি সাইকেল ষ্টোর হইতে ০৪টি 120AH, 12 VOLT, DJDC চায়না কোম্পানীর Sub colloidstorage পুরাতন ব্যাটারী উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

আটককৃত আসামিরা হলো তিতুদহ মাঝের পাড়ার হাফিজুর রহমানের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২২),উথলী (ফার্মগেটপাড়ার) মৃত তমেত মন্ডলের ছেলে মোঃ নবীছদ্দিন@ ভেলু (৬৩) ও উথলী (কামারপাড়ার)আয়ুব আলীর ছেলে মোঃ আব্বাস আলী

উদ্ধারকৃত আলামতঃ
১। পাখিভ্যান বিক্রয়ের নগদ ১৪,৫০০/- টাকা।
২। পাখি ভ্যানের কাঠের বডি।
৩। ০৪টি 120AH, 12 VOLT, DJDC চায়না কোম্পানীর Sub colloidstorage পুরাতন ব্যাটারী।