মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৬ নং ওয়ার্ড হাসপাতাল পাড়ায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার সহ দুইজনকে পলাতক আসামি করে মামলা দায়ের করেছে জীবননগর থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ১২ই জুন) আনুমানিক ভোর ৫ টার দিকে এ অভিযান সংগঠিত হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলা বিপিএম সেবার নির্দেশনায় এবং জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এস আই রুবেল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ জীবননগর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড হাসপাতাল পাড়ার বাবুল আক্তারের বাড়ির সামনের বাগানের মধ্যে মাদকবিরোধী একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। আর এই অভিযানে ৭২ বোতল ফেনসিডিল আটক করা হয় কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায়।
পলা*তক ব্যক্তিরা হলেন হাসপাতাল পাড়ার আজিজুল হকের পুত্র সুমন (২৮) এবং একই পাড়ার মৃত ফ্রেশ মোল্লার পুত্র তরিকুল ইসলাম (২৪)
এরপর পলাতক দুইজন ব্যক্তি সহ অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.