জীবননগর গয়েশপুর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী আটক ১ কোটি ৬৩ লাখ টাকার স্বর্ণ জব্দ

- আপডেট সময় : ০৬:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,(জীবননগর) প্রতিনিধি;
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১ কেজি ১৬৬ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র একটি টহল দল এ অভিযান চালায়। আটক হওয়া ব্যক্তি হলেন- জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে মো. মোমিন। রোববার দিবাগত রাতে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি জানায়, গয়েশপুর বিওপি’র হাবিলদার শিশিরের নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ৬৯/২-এস হতে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোমিন নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে তাকে থামতে বলা হয়। পরে তার ব্যবহৃত বাইসাইকেল তল্লাশি করে ৮টি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬.২০ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। এছাড়া আটককৃত বাইসাইকেলের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা।
বিজিবি জানায়, আটক মো. মমিন স্বর্ণগুলো সীমান্ত পার করে ভারতে পাচার করার উদ্দেশ্যে বহন করছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়াও চলমান।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তে স্বর্ণ ও মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।