মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৭-এস হতে আনুমানিক ৩ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের কবরস্থানের পাশে জনৈক মোঃ মাহতাব উদ্দিনের মেহগনী বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ শহর আলীর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১.কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অপর একটি অভিযানে উথলী বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭৩/এমপি হতে সিংনগর গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ শহর আলীর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ১৩ বোতল মদ এবং ৪০০ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজাপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭২/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের মাঠের মধ্যে মোঃ সমির হোসেনের পেয়ারা বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়
নতুনপাড়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৫/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন পাড়া গ্রামের মোঃ মাইনুল হোসন এর আম বাগানে মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে চোলাচালন বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিক ক্যারেট এবং ০১টি ট্রলি গাড়ী উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.