মোঃ আসাদুজ্জামান আসাদ: চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার করেছে জীবননগর থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জীবননগরের কয়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে এ তথ্য জানান জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে মো. আ. রহমান (৩০) ও পাশ্ববর্তী মহেশপুর উপজেলার শ্রীনাথপুরের গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে মো. এনামুল হক (৩৪)।পুলিশ জানিয়েছে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাসের তত্বাবধানে গতকাল মঙ্গলবার রাতে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১০টার দিকে কয়া ঈদগাহের গেটের সামনে থেকে টলি ও ৬৬৮ বোতল ফেনসিডিলসহ মো. এনামুল হক ও মো. আ. রহমানকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, জব্দ ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৩৬ হাজার টাকা। আর জব্দ টলির দাম ১ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.