জীবননগরে ২ কেজি গাঁজাসহ এক নারী আটক

- আপডেট সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২৭ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মনোহরপুর-খয়েরহুদা সড়কের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম বুলবুলি খাতুন (৬০)। তিনি খয়েরহুদা গ্রামের বিলপাড়ার মৃত মান্নান আলীর স্ত্রী।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম ওইদিন সকালে মনোহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মনোহরপুর গ্রামের ওবাইদুল্লাহর আমবাগানের সামনে সড়কে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে বুলবুলি খাতুনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা।
আটক নারীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।