সংবাদ শিরোনাম :
জীবননগরে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২ যুবক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে সন্তোষপুর গাংপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো- শিংনগর গ্রামের ফজলুর ছেলে রকিবুল ইসলাম আকাশ (২২) ও সন্তোষপুর পশ্চিমপাড়ার হাশেমের ছেলে সামাউল হক বিপ্লব (২০।
পুলিশ জানায়, গোপন তথ্য পেয়ে সন্তোষপুর গ্রামে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশের এসআই মুহিদ হাসান ও এএসআই মামুনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এসময় গাংপাড়ার হান্নান চেয়ারম্যানের বাঁশ বাগানের মানিকপুরগামী পাকা রাস্তার ওপর থেকে আকাশ ও বিপ্লবকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।