সংবাদ শিরোনাম :
জীবননগরে ১১০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা
- আপডেট সময় : ১০:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯শে জুন ২০২৫) দুপুরে পৌরশহরের হাসপাতালপাড়া (মান্নান সড়ক গাংপাড়া) এলাকা হতে তাকে আটক করা হয়। আটক সাগর একই এলাকার হাফিজুলের ছেলে।
পুলিশ জানায়, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই আসলাম আলী সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে জীবননগর পৌরশহরের হাসাপাতালপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সাগর নামের এক যুবককে তার বসতঘর হতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।