জীবননগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত আহত-৩

- আপডেট সময় : ০৯:০০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহতসহ আহত হয়েছে তিনজন। শুক্রবার বিকেলে জীবননগর শাপলাকলি স্কুলের সামনে ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন১৬ জীবননগর উপজেলার রায়পুর গ্রামের লিটন হোসেনের ছেলে।
আহতরা হলেন,মহেশপুর উপজেলার হুসুরখালী গ্রামের আজিজ খার ছেলে ভ্যান চালক খোকন খা এবং জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের সাত্তারের মেয়ে সুমি খাতুন এবং রায়পুর গ্রামের রাকিব হোসেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জীবননগর শহর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে দত্তনগর থেকে ছেড়ে আসা একটি পাখিভ্যানের সংঘর্ষ হয়। এসময় পাখিভ্যানের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয় এবং মোটরসাইকেল চালক নাহিদ রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় তার সাথে থাকা তার বন্ধু রাকিব।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।