 
    
মোঃ মুনাইম হোসেন,জীবননগর উপজেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২০শে অক্টোবর) ভোরে পৌরশহরের কোর্টপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- জীবননগর থানার পুরাতন লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. ওসমান (৩৬) এবং কক্সবাজারের টেকনাফ থানার শ্যামলাপুর চৌকিদারপাড়ার হাফেজ আহমেদের ছেলে মুনসুর আলম (২৪)
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর পৌরশহরের কোর্টপাড়ায় হাফিজুর রহমানের ৩ তলা বিল্ডিংয়ের নিচতলার পূর্ব পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ওসমানের দুই কক্ষ বিশিষ্ট ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষে অভিযান চালিয়ে ওসমান ও মুনসুর আলমকে আটক করা হয়।
এসময় ওই কক্ষের ওয়ারড্রোপ হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.