মোঃ মুনাইম হোসেন, স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৪/এমপি হতে প্রায় দুই কিলোমিটার ভেতরে গোয়ালপাড়া গ্রামের মোল্লা ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালিত হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর হাবিলদার মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নতুনপাড়া, সদরপাড়া গ্রামের মোঃ আবুল কালাম (৩০) কে আটক করা হয়। তার পিতার নাম সাইদুর রহমান। এ সময় তার কাছ থেকে ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ভ্যান গাড়ি জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.