মোঃ মুনাইম হোসেন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার ৩০ মার্চ বেলা ১১টার দিকে পৌর এলাকার নারায়ণপুর মোড় মডেল মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডেল মসজিদের পিছন হতে নীল রঙের ১টি প্লাস্টিকের পলিথিনে ভিতর মোড়ানো পাঁচ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিনসহ ০১টি ৭.৬২ পিস্তল উদ্ধার করা হয়। যার গায়ে ইংরেজিতে মেড এইন ইউএসএ লেখা আছে ও বাট ট্রেগার পিন ও স্প্রিং খোলা অবস্থায় পরিত্যক্ত ভাবে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.