মোঃ মুনাইম হোসেন, নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগরে দিনের বেলা পিস্তল ঠেকিয়ে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।শুক্রবার দুপুরে জীবননগর পৌর সভার ৪নং ওয়ার্ডের (নারায়ণপুর মোড়স্থ)বর্তমানে মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা সজলের বাড়িতে এ ঘটনা ঘটে। সজলের স্ত্রী মুনিয়া খাতুন অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুরে আমার বাড়িতে দুই জন অচেনা মানুষ আসে এবং আমার স্বামীকে খোজ করে এ সময় আমার স্বামী বাড়ি ছিল না এ কথা বলতেই তারা আমার মুখ বেধে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি রান্না ঘরে রান্না করছিল আমার পাশে থাকা ঝালের গুড়ো ছিল আমি তাদের মুখে দিলে তাদের হাতে থাকা বন্দুক দিয়ে আমার বুকে আঘাত করে পালিয়ে যায় পরে লোকজন ছুটে আসে। মুনিয়ার স্বামী সজল বলেন,আমি মহানগর দক্ষিণ পাড়ায় ভাড়া বাসায় থাকি। সেখান থেকে আমার নিজের বাড়ি ৪নং ওয়ার্ডের ফকির পাড়ায় যায়। এর কিছুক্ষন পর আমার স্ত্রী ফোন দিয়ে বলে পিস্তল ঠেকিয়ে আমার স্ত্রী ও আমার ছেলেকে দুইজন অচেনা মানুষ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমার স্ত্রীকে মারধর করে আমি শোনা মাত্র বাড়িতে চলে আসি এবং তাকে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয় আমি এখনও কোন অভিযোগ করিনি তবে পুলিশকে জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.